গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন, ঋতু পরিবর্তনে প্রস্তুতি। বসন্তের পরে গরমে ত্বকের নানা সমস্যা তো হতেই পারে। আর যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের ভোগান্তি যেন আরো বেশি।
ঘামের কারণে কমবেশি সবারই হয় অস্বস্তি, আবার গরমে তৈলাক্ত ত্বকে বাইরের ধুলা-ময়লা আটকে গিয়েও সমস্যা হতে পারে।
ব্রণের সমস্যায় ভোগেন অনেকেই। আর মেক-আপের ব্যাপারেও থাকতে হয় সতর্ক। তাই এই সময় ত্বকের দরকার বাড়তি যত্ন, যেন গরমেও আপনার ত্বক থাকে তকতকে, সুন্দর আর উজ্জ্বল।
আজ রইল তৈলাক্ত ত্বকের অধিকারী নারীদের জন্য গরম স্পেশাল কিছু টিপস, ঘরোয়া ভাবে ত্বকের যত্নে যেগুলো আপনাকে বিশেষ সহায়তা করবে।
মধুর ব্যবহার : খাঁটি, বিশুদ্ধ মধু
ত্বকের যে কোনো সমস্যা প্রতিকারেই মধুর তুলনা নেই। তেলতেলে ত্বক থেকে মুক্তি পেতে মুখে মধু লাগিয়ে নিন পাতলা করে। ১০ মিনিট রাখুন। কুসুম গরম জলে ধুয়ে ফেলুন। ত্বক আর্দ্র থাকবে, অথচ কমবে তেলতেলে ভাব।
হোয়াইট ওটস
ওটসই আপনার মুখের ফোলাভাব কমাবে, শুষে নেবে বাড়তি তেল। প্রয়োগ পদ্ধতি :
আধ কাপ ওটস গরম জলে গুলে পেস্ট বানিয়ে নিন। ১ টেবিল চামচ মধু মেলান।
এই মিশ্রণ মুখে মিনিট তিনেক মালিশ করুন। কুসুম গরম জলে ধুয়ে মুখ মুছে নিন। একদম লাগবে ফ্রেশ।
ডিমের সাদা অংশ ও লেবু
তৈলাক্ত ত্বকের যত্নে এই পথ্য বহু পুরনো। ডিমের সাদা অংশ আর লেবু দিয়ে ফেস মাস্ক তৈরি করে নিন।
১টি ডিমের সাদা অংশ আর ১ চা.চামচ লেবুর রস নিন। মুখে লাগিয়ে নিন, শুকনো হওয়া অবধি রাখুন। কুসুম গরম জলে মুখ ধুয়ে মুছে নিন।
কাঠবাদাম বা আমন্ড
কাঠবাদাম শুধুই ত্বককে এক্সফোলিয়েট করবে না, অতিরিক্ত তেল শুষে নেবে, পরিচ্ছন্নও রাখবে আপনার মুখ। ব্যবহার করবেন যেভাবে :
৩ টেবিল চামচ বাদামের গুঁড়ো বানিয়ে নিন। ২ টেবিল চামচ শুদ্ধ মধু মেলান তাতে।
আলতো হাতে পুরো মুখে মাখিয়ে নিন। এর পর শুকনো হলে কুসুম গরম জলে ধুয়ে নিন।
ঘৃতকুমারী বা অ্যালোভেরা
অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে রাতভর রেখে দিন। সকালে ধুয়ে নিন। যদি অ্যালোভেরা নিয়ে এলার্জির শঙ্কা থাকে, তবে নিজের হাতে প্রয়োগ করুন প্রথমে।
২৪-৪৮ ঘণ্টার ভেতরে কোনো প্রতিক্রিয়া না-হলে নিশ্চিন্তে ব্যবহার করুন।
তাজা টমেটো
টমেটোতে থাকা এসিডই ত্বকের বাড়তি তেল শোষণ করে নেয়। এ জন্য টমেটোর মাস্ক বানাবেন যেভাবে :
প্রথমে ১ চা চামচ চিনি ও ১টা টমেটোর রস মেলান। গোল গোল করে পুরো মুখে লাগিয়ে নিন।
৫ মিনিট মতো মাস্কটি রাখুন মুখে। এর পর কুসুম গরম জলে ধুয়ে মুছে নিন মুখ।
এসব ঘরোয়া টিপসে মুখের সৌন্দর্য ধরে রাখুন। আনন্দে থাকুন, সুন্দর ও নিরাপদ থাকুন।
—ডেস্ক পেরেন্টিং