Childrens Hospital

শিশু হাসপাতালে চিকিৎসাসামগ্রী দিল গুড নেইবারস

শিশু হাসপাতালে চিকিৎসাসামগ্রী দিল গুড নেইবারস! সংবাদে প্রকাশ : ঢাকা শিশু হাসপাতালে সম্প্রতি চালু হওয়া শিশু করোনা ইউনিটে কোভিড-১৯ চিকিৎসায় বিভিন্ন সুরক্ষাসামগ্রী দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস, বাংলাদেশ।

সংস্থাটির পক্ষ থেকে আগামীতে শিশুদের করোনা চিকিৎসায় সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জুলাই) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিশু করোনা ইউনিটে দেওয়া চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে—১৪টি অক্সিজেন কনসান্ট্রেটর, একটি কোভিড-১৯ স্যাম্পল কালেকশন বুথ, ৪৭০ পিস কেএন-৯৫ মাস্ক, ৩০ জোড়া গামবুট, ৩০ বক্স হ্যান্ড গ্লাভস, ৮০ পিস হেক্সিসল (২৪০ মি.লি), ৫টি জীবাণুনাশক ফ্লোরম্যাট ও দুইটি প্যাডেল হ্যান্ডওয়াশিং বুথ।

গুড নেইবারসের এই উপহার ঢাকা শিশু হাসপাতাল কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে বলে জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর সৈয়দ শাফি আহমেদ মুয়াজ।

জানা যায়, ঢাকা শিশু হাসপাতালের পক্ষে পরিচালক প্রফেসর সৈয়দ শাফি আহমেদ মুয়াজ ও গুড নেইবারসের পক্ষে কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল এ সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন করোনা ইউনিটের প্রধান প্রফেসর সমীর কুমার সাহা, করোনা বিভাগের প্রধান প্রফেসর নওসাদ উদ্দিন আহম্মেদ, উপ-পরিচালক ডা. প্রবীর কুমার সরকার প্রমুখ।

গুড নেইবারস দীর্ঘদিন ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংস্থাটি দেশে কোভিড-১৯ সংক্রমিত হওয়ার আগেই জনসচেতনতামূলক প্রচারণা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে লিফলেট ও পোস্টার বিতরণ শুরু করে।

ইতোমধ্যে করোনায় কর্মহীন হতদরিদ্র ১০ হাজার পরিবারকে খাদ্য ও হাইজিন উপকরণ দিয়েছে।

এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে টেলিমেডিসিন স্বাস্থ্য সুবিধা দিয়েছে।

—প্রতিবেদক পেরেন্টিং

ঢাকা শিশু হাসপাতাল

ঢাকা শিশু হাসপাতাল বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় অবস্থিত শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয় এমন একটি হাসপাতাল।

১৯৭২ সালে স্বাধীনতার পর এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে ঢাকা শিশু হাসপাতালের  অবস্থান ছিল ধানমন্ডি ৩২ নম্বর সড়কে।

পরবর্তী সময়ে ১৯৭৬ সালে এটি বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। এই একটি সরকারি হাসপাতাল।

ঢাকার শেরে বাংলা নগরে এর অবস্থান। শ্যামলী থেকে অল্প পূর্বদিকে মূল রাস্তার উপরে এ হাসপাতালটি অবস্থিত।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সাথের বিল্ডিংয়ে এর অবস্থান। [উইকিপিডিয়া]

ওয়েবসাইট : dhakashishuhospital.org.bd

Spread the love

Leave a Reply

Your email address will not be published.